খেলা হবে , খেলা হবে রাজনীতির মাঠে খেলা হবে : কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায়

28th February 2021 2:35 pm বাঁকুড়া
খেলা হবে , খেলা হবে রাজনীতির মাঠে খেলা হবে : কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : খেলা হবে, ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হবে, আর ফুটবলে হ্যাটট্রিক হবে। বাঁকুড়ার তামলিবাঁধ কাশিনাথ মিশ্র ও জহর সিং মেমোরিয়াল টুর্নামেন্টের উদ্বোধনে এসে এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ শোনালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে এই খেলার উদ্বোধনী এসে ব্যাট হাতে নেমে পড়েন ময়দানে। তবে তিনি খেলেছেন সোজা ব্যাটেই। পরে নীল সাদা বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি খেলা হবে খেলা হবে, রাজনীতির ময়দানে খেলা হবে। ক্রিকেটে হলে মমতা ব্যানার্জি ট্রিপল সেঞ্চুরী করবেন। ফুটবলে হ্যাটট্রিক হবে বলই  বলকে একদম সীমানার বাইরে পাঠিয়ে দেন। 
 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।